আফ্রিকার ৬টি দেশকে কোভিডের প্রতিষেধক উৎপাদন কেন্দ্র


শনিবার,১৯/০২/২০২২
694

‘হু’ জানিয়েছে, আফ্রিকার ৬টি দেশকে কোভিডের প্রতিষেধক উৎপাদন কেন্দ্র তৈরীর জন্য এম আর এন এ -প্রযুক্তি সরবরাহ করা হবে। ইজিপ্ট, কেনিয়া, নাইজেরিয়া, সেনেগাল, দক্ষিন আফ্রিকা এবং টিউনিশিয়াকে দেওয়া হবে এই প্রযুক্তি।সেনেগালের রাষ্ট্রপতি জানিয়েছেন, আফ্রিকায় ব্যবহৃত প্রতিষেধকের ৬০ শতাংশ, আফ্রিকাতেই উৎপাদন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ফাইজার, বায়োএনটেক সহ আধুনিক প্রতিষেধকগুলিতে এই প্রযুক্তি ব্যবহৃত হয়।ভবিষ্যতে এই প্রতিষেধক হাবগুলিতে ম্যালেরিয়া, টিবি, এইচআইভি-র মতো রোগের টীকা’ও তৈরী করা হবে।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট