কেরালায় সোমবার থেকে পুরোদমে স্কুল খুলছে। তার আগে আজ থেকে দুদিন ধরে চলবে ব্যাপক স্কুল সাফাই অভিযান। বিভিন্ন সরকারি দপ্তর এবং স্বেচ্ছাসেবী সংগঠন এই সাফাইয়ের কাজ করছে। কোভিড সংক্রমণ সংখ্যা কমে আসায় রাজ্যের স্কুল এবং কলেজগুলি এমাসের ৭ তারিখ থেকে নিয়ন্ত্রিতভাবে ক্লাস শুরু করলেও, সোমবার থেকে তা পুরোপুরি খুলছে।
কেরালায় সোমবার থেকে পুরোদমে স্কুল খুলছে
শনিবার,১৯/০২/২০২২
307