তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্মসমিতির বৈঠক শুক্রবার অনুষ্ঠিত হল কালিঘাটে।উপস্থিত ছিলেন ওয়ার্কিং কমিটির ২০ জন সদস্য। এছাড়াও বিভিন্ন রাজ্য থেকে তৃণমূল নেতৃত্ব আমন্ত্রিত সদস্য হিসাবে উপস্থিত ছিলেন। এদিনের বৈঠকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের বিভিন্ন পদাধিকারিদের নাম ঘোষণা করা হয়। কমিটিতে সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রেখে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সহ সভাপতি করা হয়েছে তিন জনকে। তাঁরা হলেন সুব্রত বক্সী, যশবন্ত সিনহা ও চন্দ্রিমা ভট্টাচার্য। সমন্বয়কের দ্বায়িত্ব দেওয়া হয়েছে ফিরহাদ হাকিমকে। কোষাধ্যক্ষ হয়েছেন অরূপ বিশ্বাস। জাতীয় মুখপত্রের দ্বায়িত্ব পেয়েছেন সুখেন্দুশেখর রায় ও মহুয়া মৈত্র। এছাড়া লোকসভায় দলের মুখপত্রের দ্বায়িত্ব পালন করবেন কাকলি ঘোষ দস্তিদার এবং রাজ্যসভায় মুখপত্রের দ্বায়িত্ব পালন করবেন সুখেন্দুশেখর রায়। উত্তর-পূর্বের দ্বায়িত্ব দেওয়া হয়েছে সুস্মিতা দেব, সুবল ভৌমিক ও মুকুল সাংমাকে।
তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে পদাধিকারীদের নাম ঘোষণা
শুক্রবার,১৮/০২/২০২২
510