আমেদাবাদে ধারাবাহিক বিস্ফোরণকান্ডে দোষী সাব্যস্ত ৪৯ জনের মধ্যে ৩৮ জনকে আদালত মৃত্যুদন্ড দিয়েছে। দেশে এই প্রথম একটি মামলায় এতজন অভিযুক্তকে মৃত্যুদন্ড দেওয়া হল। আমেদাবাদের বিশেষ আদালত আজ এই সাজা ঘোষণা করে। ২০০৮-এর ২৬ শে জুলাই ঐ বিস্ফোরণকান্ডে ৫৪ জন প্রাণ হারান। আহত হন ২০০ জনের বেশি। মামলাটিকে বিরলের মধ্যে বিরলতম আখ্যা দিয়ে বিশেষ বিচারক এ. আর. প্যাটেল, দোষী সাব্যস্ত ১১ জনকে আমৃত্যু কারাবাসের আদেশ দিয়েছেন। ভারতীয় দন্ডবিধি, বেআইনী কার্যকলাপ নিরোধক আইন ইউ-এ-পি-এ, বিস্ফোরক আইন এবং সরকারি সম্পত্তি নষ্ট করা সংক্রান্ত আইনের অধীনে এই ৪৯ জনকে দোষী করা সাব্যস্ত হয়। বিস্ফোরণে নিহতদের পরিবার পিছু এক লক্ষ এবং গুরুতর আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের আদেশও দিয়েছে বিশেষ আদালত।এমাসের ৮ তারিখ, এই মামলায় অভিযুক্ত ২৮ জনকে প্রমাণের অভাবে অব্যাহতি দেওয়া হয়।
দোষী সাব্যস্ত ৪৯ জনের মধ্যে ৩৮ জনকে আদালত মৃত্যুদন্ড
শুক্রবার,১৮/০২/২০২২
673