রাজ্যপাল জগদীপ ধনখড়ের অপসারণের জন্য কেন্দ্রীয় সরকারকে নির্দেশ ?


শুক্রবার,১৮/০২/২০২২
779

কলকাতা হাইকোর্ট, রাজ্যপাল জগদীপ ধনখড়ের অপসারণের জন্য কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেওয়ার জনস্বার্থ আবেদন খারিজ করে দিয়েছে। রাজ্যপাল, বিজেপি-র মুখপাত্র হিসাবে কাজ করছেন বলে মামলাকারীর অভিযোগ। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপচতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চ, আজ এই আবেদন খারিজ করে দিয়ে বলেন, কোনো আদালত, সংবিধানের ৩৬১ ধারা অনুযায়ী রাজ্যপালকে তাঁর কোনো কাজের জবাবদিহির জন্য বাধ্য করতে পারেনা। সংবিধানের ১৫৬ ধারারও উল্লেখ করেন তারা। যাতে বলা হয়েছে, রাষ্ট্রপতির অনুমোদনে রাজ্যপালের কার্যকালের মেয়াদ পাঁচ বছর। বেঞ্চের পর্যবেক্ষণ, সংবিধানের ৩৬১ ধারা অনুযায়ী, আদালতের কোনো প্রক্রিয়ায় রাজ্যপালকে নোটিশ পাঠানো পুরোপুরি নিষিদ্ধ। কোনো মামলায় রাজ্যপালের ব্যক্তিগত অসত্ উদ্দেশ্য প্রমাণিত হলে, কেবল তখনই এই রক্ষাকবচে হস্তক্ষেপ করা যায়। রাজ্যপালের বিরুদ্ধে প্রমাণ হিসাবে যেসব নথিপত্র পেশ করা হয়েছে, বেঞ্চ তাতে সন্তুষ্ট নয় বলেও জানান বিচারপতিরা। তবে এই জনস্বার্থ আবেদনের জন্য মামলাকারীকে কোনো জরিমানা করতে তাঁরা অস্বীকার করেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট