চেয়ারপার্সন মমতা ব্যানার্জির নেতৃত্বে 20 সদস্যের জাতীয় কর্মসমিতি গঠনের পর বিভিন্ন পদাধিকারীর নাম স্থির করতে তৃণমূল কংগ্রেস আজ বৈঠকে বসতে চলেছে। মমতা ব্যানার্জির পৌরোহিত্যে কালীঘাটে তাঁর বাসভবনে এই বৈঠকে উপস্থিত থাকার জন্য জাতীয় কর্মসমিতির বাকি উনিশ জন সদস্যকে নির্দেশ হয়েছে বলে দলীয় সূত্রে খবর। এই বৈঠক থেকে বিভিন্ন পদের দায়িত্ব সদস্যদের ভাগ করে দেওয়ার পাশাপাশি বিধাননগর, আসানসোল ও চন্দননগর পুরনিগমের মেয়র কে হবেন, সেব্যাপারেও তৃণমূল কংগ্রেস নেত্রী সিদ্ধান্ত নেবেন বলে মনে করা হচ্ছে। সদ্য জেতা চার পুরনিগমের মধ্যে শিলিগুড়ির মেয়র গৌতম দেব হবেন বলে ইতমধ্যেই ঘোষণা করেছেন মমতা।
20 সদস্যের জাতীয় কর্মসমিতি গঠনের পর আজ বৈঠক কালীঘাটে
শুক্রবার,১৮/০২/২০২২
432