শ্রী পদ্ম: ফেসবুক ও সোশ্যাল মিডিয়ার দৌলতে পুরাতন চাপড়া এখন ফুল প্রেমীদের কাছে এক এবং অদ্বিতীয় শীতকালীন পর্যটনস্থলে পরিণত হয়েছে। প্রতিদিন প্রচুর লোকের আগমন হয় এখন এখানে। তাই এ বছর যারা এখানে বেড়াতে আসবেন তাদের স্বাগত জানাতে পুরাতন চাপড়ার মাঠ ফুলে সবজিতে পরিপূর্ণ হয়ে উঠেছে ৷ আপনি যখনই পূর্ণনগরথেকে চাপড়ার রাস্তায় প্রবেশ করবেন তখনই রাস্তার দুই ধারেই ফুলের চাষ দেখতে পাবেন ৷ গাঁদা,রজনীগন্ধা,চন্দ্রমল্লিকা,বেবী,পমপম,গ্লাডিওলাস,ডালিয়া,সূর্যমুখী,জারবেরা,এস্টার,গোলাপ ছাড়াও কত রঙ বাহারি ফুলের দেখা মিলবে। দেখতে পাবেন শীত কালীন সব্জির চাষও। আর উপরি পাওনা হিসাবে পাবেন পরিযায়ী পাখিদের আনাগোনা আর সন্ধ্যার আগে পাখিদের ঘরে ফেরার কিচিরমিচির।
শহুরে ইঁট,কাঠ,পাথরের, একঘেয়ে নাভিশ্বাস ওঠা ইঁদুর দৌড়ের জীবনের বাইরে বিশুদ্ধ অক্সিজেন নিতে অবশ্যই আপনার গন্তব্য হতে পারে নদীয়ার অন্যতম ও ব্যস্ততম শহর রানাঘাট থেকে মাত্র ৭ কিলোমিটার দূরের গ্রাম পুরাতন চাপড়া তে। ফুলের বাগিচায় পিকনিকের মজাও নিতে পারবেন।
শিয়ালদা ,লালগোলা অথবা বনগাঁ থেকে প্রথমে রানাঘাটের স্টেশনে আসুন ৷এরপর স্টেশনের বাইরে ৩০ টাকা জন প্রতি টোটো ভাড়ায় অথবা রাথতলা বাস স্ট্যান্ড থেকে বাসে পূর্ন নগর হাই স্কুল নেমে সেখান থেকে টোটো বা ভ্যান রিক্সায় পৌঁছে যান ফুলের রাজ্যে ৷ তাছাড়া যদি মনে করেন রথ তলা বাস স্ট্যান্ড থেকে চাপড়া গ্রামে আসার অনেক টোটো পেয়ে যাবেন ৷ রানাঘাট স্টেশনে নেমে টোটো রিজার্ভ করেও চাপড়ার ফুলের বাগানে যেতে পারেন। খরচ বেশি হলেও টোটো রিজার্ভ করে আসাটাই সব চেয়ে বেশি সুবিধাজনক। গাড়ি নিয়ে গেলে পার্কিং-এর জায়গা আছে। নভেম্বর থেকে শুরু করে মার্চ মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত সবচেয়ে বেশি ফুল দেখতে পাবেন। সরকারের জারি করা স্বাস্থ্য বিধি অবশ্যই মেনে চলুন।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোহাল আজ বেজিংয়ে, ভারত- চায়না বিশেষ প্রতিনিধি স্তরের আলোচনায় অংশ নেবেন।…
আগামী বছরের জানুয়ারি মাস থেকে ভারতীয় নাগরিকরা শ্রীলঙ্কায় বিনা শুল্কে ভিসা পাবেন। ৩৯ টি দেশের…
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, ‘ন্যাশনাল টেস্টিং এজেন্সী’- NTA, আগামী বছর থেকে শুধুমাত্র প্রতিযোগিতামূলক প্রবেশিকা…
বাংলাদেশে সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষিতে এবারের গঙ্গাসাগর মেলার নিরাপত্তা নিয়ে রাজ্য সরকার বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে।…
রাজ্য সরকারের উদাসীনতার কারণে ন্যাশনাল ‘ব্যাম্বু মিশন’ অভিযানের কাজ এই রাজ্যে এগোয়নি বলে কেন্দ্রীয় শিক্ষা…
সিকিউরিটিস এন্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া SEBI জানিয়েছে, কোনো ব্যক্তি বিনিয়োগ সংক্রান্ত উপদেশ দিতে চাইলে…