বর্তমানে শীতকালীন ফুল চাষের এক অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে


বৃহস্পতিবার,১৭/০২/২০২২
2646

বাপি মালিক: ক্ষীরাই, চাপরা, হাবরার মতন জায়গা বর্তমানে শীতকালীন ফুল চাষের এক অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। ক্ষীরাইতে যেমন এস্টার ফুলের সমারোহ, হাবরা অঞ্চলে জবা,গাঁদা এ জাতীয় ফুলের আধিক্যই বেশি ঠিক তেমনই নদীয়া জেলার চাপড়া সহ বিভিন্ন এলাকায় অস্থায়ী গ্রীন হাউজ বানিয়ে তার ভিতরে চলে জারবেরা (Transvaal Daisy) ফুলের চাষ। গতবছর চাপড়ায় দেখেছিলাম জারবেরার সাথে নানা রঙের চন্দ্রমল্লিকা ও ডালিয়া চাষ। এবার আমরা পৌঁছে গিয়েছিলাম চাকদায় সুশীল বাবুর নার্সারিতে জারবেরা চাষ দেখতে, চাকদা স্টেশন এর দুই নম্বর(Down platform) প্লাটফর্ম থেকে বেরিয়ে টোটো, অটো অথবা একটু এগিয়ে বাসস্টপে গিয়ে কুড়ি নম্বর বাসে( rs.12/-)করে নবপল্লীতে নেমে জিজ্ঞাসা করলে স্থানীয় লোকজন আপনাকে চিনিয়ে দেবে সুশীল বাবুর এই সাধের নার্সারি। নার্সারির আশেপাশে রয়েছে প্রচুর গাঁদা ফুলের চাষ, রয়েছে সর্ষের ক্ষেত। তবে কেউ যদি যান তার কাছে একটি অনুরোধ অতি সাবধানে চলাফেরা করবেন কারণ এই ফুল চাষ অত্যন্ত ব্যয় সাপেক্ষ। আমাদের অসাবধানতায় এবং অতি উৎসাহের ফলে সুশীল বাবুর মতন ফুলচাষীরা যাতে কোনো ক্ষতির সম্মুখীন না হয় সেদিকে দৃষ্টি রাখার দায়িত্ব আমাদের।

ছবি : বাপি মালিক
Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট