রাজ্যপাল প্রতিদিন যা করছেন তাতে তার সাংবিধানিক পদের অমর্যাদা : ফিরহাদ হাকিম


বৃহস্পতিবার,১৭/০২/২০২২
434

এ রাজ্যের রাজ্যপাল প্রতিদিন যা করছেন তাতে তার সাংবিধানিক পদের অমর্যাদা করছেন। ক্রমাগত এই অসাংবিধানিক কাজ করার জন্য প্রতিদিন তিনি সবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছেন। মানুষ তার কাজকর্ম আর পছন্দ করছেনা। হয়তো এমন একটা সময় আসতে পারে যখন জনমত তার বিরুদ্ধে যাবে। সংসদীয় গণতন্ত্রে রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর সম্পর্ক মধুর হওয়া উচিত। এ রাজ্যের মুখ্যমন্ত্রী যথেষ্ট সহনশীল, তিনি সর্বদা চেষ্টা করেন রাজ্যপাল কে সম্মান জানিয়ে কথা বলতে। অথচ রাজ্যপাল কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের নেতৃবৃন্দকে খুশি করার জন্য অসাংবিধানিক কাজকর্ম করছেন। রাজ্যপালের উচিত মুখ্যমন্ত্রী এবং রাজ্যের সরকারের সঙ্গে সমন্বয় রক্ষা করে সাংবিধানিক মর্যাদা অক্ষুণ্ন রেখে কাজ করা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে চিঠি দিয়ে রাজভবনে আলোচনার জন্য ডেকে পাঠানো প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন, রাজ্যের পরিবহন ও আবাসনমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট