প্রচুর পরিমানে অবৈধ চোলাই ও চোলাই তৈরির উপকরণ নষ্ট


বৃহস্পতিবার,১৭/০২/২০২২
355

মানবাজার ও বান্দোয়ান থানার একাধিক জায়গায় অভিযান চালিয়ে প্রচুর পরিমানে অবৈধ চোলাই ও চোলাই তৈরির উপকরণ নষ্ট করে আফগারি দপ্তর। বান্দোয়ান থানার নতুনডি, ঘাঘরা ও জাসপুর ছাড়াও মানবাজার থানার বনডি, বাংলা ও জামবনিতে হানা দিয়ে ৮০ লিটার অবৈধ চোলাই মদ ও ২৬০০ লিটার চোলাই তৈরির উপকরণ নষ্ট করে আফগারি দপ্তর। সাথে একাধিক ড্রাম, হাঁড়িও বাজেয়াপ্ত করা হয়। মানবাজার সার্কেল ওসি মাজহারুল হক এবং ডেপুটি এক্সসাইজ কালেক্টর পার্থসারথি মুখার্জীর নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট