ইউক্রেনে বর্তমান পরিস্থিতির দরুন কিয়েভে ভারতীয় দূতাবাস ,এক নির্দেশিকা জারি করেছে।সরকারি সূত্রে জানানো হয়েছে ইউক্রেনে যে সব ভারতীয় ছাত্র ছাত্রী বর্তমানে রয়েছে ,তাদের পরিবার তাদের নিয়ে উদ্বিগ্ন, বিশেষ করে ভারতে ফেরার বিমান ধরার জন্যে।ভারত ও ইউক্রেনের মধ্যে উড়ান আরো বাড়ানোর জন্যে অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে বিভিন্ন এয়ার লাইন সংস্থার সঙ্গে আলোচনা চলেছে।ইউক্রেনে ভারতীয় দূতাবাস ২৪ ঘণ্টার হেল্পলাইন চালু করেছে।+380997300428 এবং+ 380997300483 এই নম্বরে যোগাযোগ করা যাবে।
ইউক্রেনে বর্তমান পরিস্থিতির দরুন কিয়েভে ভারতীয় দূতাবাস নির্দেশিকা জারি
বৃহস্পতিবার,১৭/০২/২০২২
663