২৭-শে ফেব্রুয়ারী বেলা ১১-টায় আকাশবাণীতে মন-কি-বাত


বৃহস্পতিবার,১৭/০২/২০২২
387

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২৭-শে ফেব্রুয়ারী বেলা ১১-টায় আকাশবাণীতে মন-কি-বাত অনুষ্ঠানে দেশ-বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মন-কি-বাতের ৮৬-তম পর্ব। এই অনুষ্ঠান, আকাশবাণী ও দুরদর্শনের সবকটি প্রচার তরঙ্গ, AIR নিউজ ওয়েবসাইট ও নিউজ অন AIR মোবাইল অ্যাপে সম্প্রচারিত হবে। আকাশবাণী ও দূরদর্শন সংবাদ, প্রধানমন্ত্রীর দফতর এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউ চ্যানেলগুলিতেও শোনা যাবে মন-কি-বাত। জনগণ NaMo app অথবা MyGov Open Forum এ তাদের মতামত জানাতে পারবেন। এছাড়া, toll-free number 1800-11-7800 য় হিন্দি অথবা ইংরেজিতে মেসেজ রেকর্ড করে পাঠানো যাব। ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত এই ফোন লাইন চালু থাকবে।1922 এই নম্বরে মিসড্ কলও দেওয়া যাবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট