ভারত ও ওয়েস্ট ইন্ডিজের T – 20 ম্যাচের সিরিজ ইডেনে আগামীকাল


বুধবার,১৬/০২/২০২২
502

ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে তিনটি টি – টোয়েন্টি ম্যাচের সিরিজ ইডেনে আগামীকাল শুরু হবে। চোটের জন্য কে এল রাহুল দলে না থাকায় ঋষভ পন্থ সহ -অধিনায়কের দায়িত্ব পালন করবেন।কোভিড সংক্রমণের সতর্কতায় দর্শকদের স্টেডিয়ামে প্রবেশাধিকার থাকছে না। সিএবি জানিয়েছে শুধুমাত্র স্পনসর এবং সিএবি-র অনুমোদিত সংস্থার প্রতিনিধিরা মাঠে এসে খেলা দেখবেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট