আজাদি কা অমৃত মহোৎসব এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে আজ কলকাতায় যুব সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে জাতীয় গ্রন্থাগারের সহকারী তথ্য আধিকারিক পার্থ সারথি দাস বলেন, আজাদি কা অমৃত মহোৎসব পালন উপলক্ষে জাতীয় গ্রন্থাগার দেশীয় এবং আন্তর্জাতিক স্তরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে।কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রকের অধীন নেহেরু যুব কেন্দ্রের দক্ষিণ কলকাতা শাখা এবং জাতীয় গ্রন্থাগারের যৌথ উদ্যোগে এই সম্মেলনে বিশিষ্ট লেখক ও নেতাজি বিশেষজ্ঞ জয়ন্ত চৌধুরী, প্রাক্তন প্রতিরক্ষা আধিকারিক অমিতাভ সেন এবং ভারত সেবাশ্রম সংঘের স্বামী সংযুক্তানন্দজী মহারাজ বক্তব্য রাখেন।
আজাদি কা অমৃত মহোৎসব এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী
বুধবার,১৬/০২/২০২২
332