রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কিংবদন্তি সঙ্গীতশিল্পী, সংগীত পরিচালক বাপ্পি লাহিড়ীর প্রয়াণে গভীর শোক প্রকাশ করে তিনি বলেছেন, বাপ্পি লাহিড়ী ছিলেন একজন অতুলনীয় গায়ক-সুরকার। তাঁর গান শুধু ভারতে নয় বিদেশেও জনপ্রিয়তা পেয়েছে। তাঁর স্মরণীয় গান শ্রোতাদের আনন্দ দিয়ে যাবে। তাঁর পরিবার ও ভক্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
উপরাষ্ট্রপতি এম. ভেঙ্কাইয়া নাইডু প্রখ্যাত গায়ক-সুরকার বাপ্পি লাহিড়ীর প্রয়াণে শোক জ্ঞাপন করে তিনি বলেন, তাঁর মৃত্যুতে সঙ্গীতের ক্ষেত্রে এক বিরাট ক্ষতি। তাঁর শোকসন্তপ্ত পরিবার ও ভক্তদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। ওম শান্তি!
কিংবদন্তি সঙ্গীতশিল্পী, সংগীত পরিচালক বাপ্পি লাহিড়ীর প্রয়াণে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড় শোক জ্ঞাপন করেছেন।
বিশিষ্ট সঙ্গীতশিল্পী, সংগীত পরিচালক বাপ্পি লাহিড়ীর প্রয়াণে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী শোক জ্ঞাপন করেছেন।