মমতা ব্যানার্জির পৌরহিত্যে কালীঘাটে শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক


বুধবার,১৬/০২/২০২২
466

তৃনমূল কংগ্রেস আজ তাদের জাতীয় কর্মসমিতির সদস্যদের নাম ঘোষনা করেছে। দলনেত্রী মমতা ব্যানার্জির পৌরহিত্যে আজ কালীঘাটে তাঁর বাসভবনে দলের শীর্ষ নেতাদের নিয়ে আয়োজিত এক বৈঠকে কুড়ি জন সদস্যর নাম চূড়ান্ত করা হয়। পরে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, কর্মসমিতিতে মমতা ব্যানার্জি ছাড়াও অমিত মিত্র, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সী, সুদীপ বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, বুলুচিক বরাইক, চন্দ্রিমা ভট্টচার্য, কাকলী ঘোষ দস্তিদার, সুখেন্দুশেখর রায়, জ্যোতিপ্রিয় মল্লিক, অসীমা পাত্র, অনুব্রত মন্ডল, গৌতম দেব রয়েছেন। কাকে কোন পদ দেওয়া হবে তা পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও তিনি জানান। কর্মসমিতির সদস্যদের নাম জাতীয় নির্বাচন কমিশনেও পাঠিয়ে দেওয়া হবে। আজকের চার পুরনিগমে নির্বাচন শান্তিপূর্ন হওয়ার জন্যে দলের তরফে ভোটারদের শুভেচ্ছা জানান হয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট