শুভেন্দু হটাও বিজেপি বাঁচাও :ফিরহাদ


মঙ্গলবার,১৫/০২/২০২২
657

শুভেন্দু অধিকারীর মত একজন ছোটখাটো বিরোধী নেতাকে গুরুত্ব দেওয়ার মতো অবসর তৃণমূল কংগ্রেসের কারোর নেই। শুভেন্দু অধিকারী কোথায় বিক্ষোভ করল বা কি করল তা নিয়ে কারো মাথাব্যাথা নেই।দক্ষিণ কলকাতার কজন মানুষ চেনে ওকে। আর অকারণে ওর আসার প্রয়োজন টাই বা কোথায় ? শুভেন্দু অধিকারী কে দেখে আশুতোষ কলেজের সামনে ছাত্র ছাত্রীদের বিক্ষোভ প্রসঙ্গে কটাক্ষ ফিরহাদ হাকিমের শুভেন্দু অধিকারী কে নিয়ে আর কিছুদিনের মধ্যে বিজেপির অন্দরে স্লোগান উঠবে, শুভেন্দু হটাও বিজেপি বাঁচাও। ওর নেতৃত্বে এমনিতেই বিরোধীরা ছন্নছাড়া হয়ে গেছে এ রাজ্যে। মানুষের থেকেও শুভেন্দু এবং বিজেপি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাই যেকোনো বিষয় নিয়েই কোর্টে শরণাপন্ন হয়ে বসে থাকছে তারা। মানুষের পাশে তৃণমূল কংগ্রেস ছিল আছে থাকবে। আইন-শৃঙ্খলা থেকে সার্বিক উন্নয়ন এর প্রশ্নে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কাজ করে যাচ্ছে মানুষ জানে। মন্তব্য ফিরহাদের।

শুধু দেব নয়, তৃণমূল কংগ্রেস করলে সবাইকেই বিডি সিবিআই এর মত কেন্দ্রীয় এজেন্সি ডেকে পাঠাবে। তাতে অবশ্য তৃণমূলের নেতা নেত্রী থেকে কর্মীরা ভয় পাবেনা। কারণ এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, অভিনেতা তথা তৃণমূল কংগ্রেস সাংসদ দেবকে সিবিআইয়ের ডেকে পাঠানো প্রসঙ্গে কটাক্ষ ফিরহাদ এর।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট