গরু পাচার কাণ্ডে সিবিআইকে সব ধরনের সাহায্যের আশ্বাস দিলেন অভিনেতা সাংসদ দীপক অধিকারী। মঙ্গলবার নির্ধারিত সূচি মেনে কলকাতায় নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছিল অভিনেতা সাংসদকে। সেই মতই তিনি ১১ টা নাগাদ এসে পৌঁছান। এর পর সরাসরি লিফটে করে সিবিআই দপ্তরে চলে যান। প্রায় দীর্ঘ সাড়ে পাঁচ ঘণ্টার জেরার পর তাঁকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেন সিবিআই আধিকারিকরা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দীপক অধিকারী জানান জেরায় তিনি সিবিআই আধিকারিকদের জানিয়েছেন এনামুল হক নামের কোনো ব্যক্তিকে চেনেন না। তাঁর বয়ান রেকর্ড করানো হয়েছে। আগামী দিনেও সিবিআইকে সব ধরনের সাহায্য করবেন বলে তিনি জানান।
সিবিআইকে সব ধরনের সাহায্যের আশ্বাস দিলেন অভিনেতা সাংসদ দেব
মঙ্গলবার,১৫/০২/২০২২
528