রাজ্যে আজ থেকে ‘দুয়ারে সরকার’ কর্মসূচী শুরু


মঙ্গলবার,১৫/০২/২০২২
690

রাজ্যে আজ থেকে ‘দুয়ারে সরকার’ কর্মসূচী শুরু হয়েছে। এই শিবির হবে দু’ভাগে। প্রথম দফায় আজ থেকে ২১শে ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। দ্বিতীয় দফায় আবেদনপত্র নেওয়া হবে পয়লা থেকে ৭ই মার্চ। ৮ই মার্চ থেকে ১৫ই মার্চ পর্যন্ত পরিষেবা দেওয়া হবে।এবার দুয়ারে সরকার শিবির থেকে নাগরিকদের আঠারোটি পরিবর্তে ২৮ টি পরিষেবার সুযোগ দেওয়া হবে। এর প্রস্তুতি খতিয়ে দেখতে মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী গতকাল সব জেলাশাসকদের সঙ্গে এক পর্যালোচনা বৈঠক করেন। এদিকে আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যে আরেক দফা পুরভোটের প্রেক্ষিতে রাজ্য নির্বাচন কমিশন দুয়ারে সরকার কর্মসূচি নিয়ে একাধিক বিধিনিষেধ জারি করেছে। ভোট আছে এমন পুর এলাকায় এই শিবিরের আয়োজন করা হলে কোন জায়গাতেই মুখ্যমন্ত্রীর ছবি ব্যবহার করা যাবে না। কোন রাজনৈতিক নেতা বা মন্ত্রীও দুয়ারে সরকার শিবিরে যেতে পারবেন না বলে কমিশনের তরফে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে।এই কর্মসূচী নিয়ে সবরকম রাজনৈতিক প্রচারও নিষিদ্ধ করা হয়েছে।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট