কবিতাঃ ফাগুনের ছোঁয়া


সোমবার,১৪/০২/২০২২
6154

এ কে সরকার শাওন

আমার ফাগুন মনের আগুন
জ্বাজ্জল্যমান শিহরণ!
একদিন নয় প্রতিদিন বয়
তনুমনে বসন্তের সমীরণ!

ফাগুন নদী চলে নিরবধি
হৃদয়ে প্রণয়ের ফল্গুধারা;
কাছে দূরে নির্জনে নীড়ে
সর্বত্র গতিপথ পাগলপারা!

কোকিলের বুলি ফুলের কলি
মনে সুরের লহরী;
আভাষে মনে প্রতিক্ষণে
দিন বনে বিভাবরী!

দুঃখের আড় বাঁধার পাহাড়
দুমড়ে দলে এগিয়ে চলে!
ফেরারী পদদ্বয় রক্তাক্ত হৃদয়
খেয়ালী কাব্যের কথা বলে!

নিরবে সবরে গর্বে গৌরবে
ফাগুন সুরভী ছড়ায়!
ফাগুন রবে জগলুর ভবে
সজনীর অশরীরী ছোঁয়ায়!

কবিতাঃ ফাগুনের ছোঁয়া
কাব্যগ্রন্থঃ আলো-ছায়া
এ কে সরকার শাওন
শাওনাজ ভবন, উত্তর খান, ঢাকা।
১৪ ফেব্রুয়ারী ২০২২

এ কে সরকার শাওন

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট