বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আজ ১৩৩তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দু’দিনের জাতীয় ওয়েবিনারের আয়োজন করা হয়েছে। হাওড়ায় বোটানিক্যাল গার্ডেন স্থিত সেন্ট্রাল ন্যাশনাল হার্বেরিয়ামের পক্ষ থেকে আয়োজিত এই ওয়েবিনারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ভিদ সনাক্তকরণ ও শ্রেণীবিন্যাস নিয়ে আগ্রহী সাতশোর বেশী ছাত্র-ছাত্রী ও বিশিষ্ট বিজ্ঞানী ও শিক্ষাবিদগণ অংশগ্রহণ করেন। ১৩ই ও ১৪ই ফেব্রুয়ারি এই দু’দিন ব্যাপী এই বিশেষ ওয়েবিনারের আয়োজন করা হয়েছে। Floristic Research in India, Contribution of BSI to the Nation: Present and Future শীর্ষক এই ওয়েবিনারে প্রায় ৩০ জন বিশিষ্ট উদ্ভিদবিজ্ঞানী বিভিন্ন প্রজাতির উদ্ভিদ সংক্রান্ত বিষয়ে নিজেদের গবেষণা, অভিজ্ঞতা ও বক্তব্য তুলে ধরবেন।
বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আজ ১৩৩তম প্রতিষ্ঠা দিবস
রবিবার,১৩/০২/২০২২
350