অনির্দিষ্টকালের জন্য রাজ্য বিধানসভার অধিবেশন স্থগিত করার কথা বলেছেন রাজ্যপাল


শনিবার,১২/০২/২০২২
603

রাজ্যপাল জগদীপ ধনখড় অনির্দিষ্টকালের জন্য রাজ্য বিধানসভার অধিবেশন স্থগিত করার কথা বলেছেন বলে যে খবর প্রকাশ্যে এসেছে সে প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম বলেন, এর বিরুদ্ধে রাজ্য সরকার নিশ্চিতভাবে সংসদে ও রাষ্ট্রপতির কাছে বিষয়টি জানাবে। পুরভবনে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফিরহাদ হাকিম বলেন, রাজ্যে নির্বাচিত সরকার কাজ করছে, বিধানসভায় বিল পাস করছে,বাজেট করছে। সেই কাজকর্মের বিরুদ্ধাচারণ করে রাজ্যপাল যদি রাজ্যকে অচল করার প্রয়াস নিয়ে থাকেন ও রাজ্যপাল যদি রাজনৈতিকভাবে কারো দ্বারা প্রভাবিত হন তাহলে নিশ্চিতভাবে এর বিরুদ্ধে কি পদক্ষেপ করা উচিত তা সংবিধানে আছে। রাজ্য সরকার সেই রাস্তাতেই যাবে বলে ফিরহাদ হাকিম মন্তব্য করেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট