দীর্ঘ টানাপোড়েন পর মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের মামলায় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন মুকুল রায় বিজেপিরই বিধায়ক। শুক্রবার বিধানসভায় শুনানি চলছিল। সেখানে বিমান বলেন, “মুকুল রায় আছেন বিজেপিতেই।”দীর্ঘ শুনানির পর এ দিন মুকুল রায়ের বিরুদ্ধে জমা পরা পিটিশনও খারিজ করে দিয়েছেন বিধানসভার অধ্যক্ষ। বিমান বলেন, “পিটিশনের পক্ষে যথেষ্ট পরিমাণে প্রমাণ জমা দিতে পারেননি আইনজীবীরা। সেই কারণেই পিটিশন খারিজ করা হয়েছে।”
মুকুল রায় বিজেপিরই বিধায়ক : বিমান
শুক্রবার,১১/০২/২০২২
817