রাজ্যের ১০৮ টি পুরসভা নির্বাচনের আগে শনিবার চার পুরনিগমের নির্বাচন। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনা করতে নিরাপত্তার ‘চক্রব্যূহ’ গড়েছে কমিশন। প্রত্যেকটি বুথই স্পর্শকাতর চিহ্নিত করা হয়েছে। প্রত্যেক বুথেই থাকছে সশস্ত্র পুলিশ। শনিবার রাজ্যের ৪ পুর নিগমের নির্বাচন। বিধাননগর, আসানসোল, চন্দননগর ও শিলিগুড়ি – এই চার পুরনিগমের সব কটি ওয়ার্ডকেই স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করেছে রাজ্য নির্বাচন কমিশন। এই চারটি পুর নিগমের মধ্যে সবচেয়ে বড় আসানসোল। মোট ওয়ার্ড সংখ্যা ১০৬ টি। শিলিগুড়ি পুরসভায় মোট ওয়ার্ড ৪৭টি, কলকাতা লাগোয়া বিধাননগর পুরসভার মোট ওয়ার্ড ৪১ টি। চন্দননগরে রয়েছে ৩৩ টি ওয়ার্ড।
চার পুরনিগমে মোট ওয়ার্ড ২১৭ টি
মোট বুথের সংখ্যা ২ হাজার ১৩৮ টি
মোট ভোটার ১৯ লক্ষ ৩৬ হাজার ৪৬২ জন
রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে প্রতিটি বুথে সশস্ত্র পুলিশ মোতায়েন করা হচ্ছে। সেই সঙ্গে থাকছে সিসিটিভির নজরদারি। এই চার পুর নিগমের নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি চূড়ান্ত করেছে কমিশন। প্রত্যেকটি পুর নিগমের জন্য ৪ জন সাধারণ পর্যবেক্ষক ও একজন বিশেষ পর্যবেক্ষক রাখা হচ্ছে। নির্বাচনের দিন প্রতিটি বুথে থাকবে সশস্ত্র পুলিশ অন্তত একজন করে এএসআই পদমর্যাদার অফিসার মোট ৯ হাজার পুলিশ মোতায়েন করা হবে এর মধ্যে সশস্ত্র পুলিশ ৫ হাজার ৫৫৭ জন বুথ প্রহরায় থাকবে ৮৫০০ পুলিশ ৫০০পুলিশকর্মী থাকবেন টহলদারিতে
চার পুর নিগমের নির্বাচনে বহিরাগতদের উপর বিশেষ নজরদারি নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট জেলা শাসক, পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের পক্ষ থেকে। নির্বাচনে বহিরাগতদের দাপট নিয়ে যাতে শাসক বা বিরোধী কোনো পক্ষই কোন অভিযোগ করতে না পারে সে বিষয়ে সতর্ক রাজ্য নির্বাচন কমিশন। চার পুরনিগম এলাকায় সমস্ত গেস্টহাউস, লজ, কমিউনিটি হলগুলির উপর বিশেষ নজরদারি ৭৭ টি দল গড়ে নাকা চেকিং সেন্টার
আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮ টি পুরসভার নির্বাচন। বলা যায় মিনি বিধানসভা। তার আগে চার পুরনিগমের নির্বাচন শনিবার বিধাননগর, চন্দননগর, আসানসোল ও শিলিগুড়ির বাসিন্দারা প্রয়োগ করবেন তাদের গণতান্ত্রিক অধিকার। রাজ্য নির্বাচন কমিশন সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনা করে মিনি বিধানসভার প্রস্তুতি সেরে নিতে প্রস্তুত।
‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে শিক্ষার্থীদের ট্যাব বিতরণের টাকা দুর্নীতির অভিযোগে উত্তাল পশ্চিমবঙ্গ। বহু ছাত্রছাত্রীর ট্যাবের টাকা…
দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লক আজ উত্তাল আবাস যোজনায় দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে। বিজেপির ডাকে…
আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের জামুই জেলায় জনজাতীয় গৌরব দিবস উদযাপন উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানে…
মহারাষ্ট্র বিধানসভায় আগামী ২০শে নভেম্বর একদফায় নির্বাচনের জন্য প্রচারাভিযান এখন তুঙ্গে। ঐ একই দিনে নান্দেথ…
পাহাড়ে সফররত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ দার্জিলিং-এর চৌরাস্তায় ‘সরস মেলা’র উদ্বোধন করবেন ।আগামীকাল তিনি যাবেন…
কলকাতা, ১০ নভেম্বর ২০২৪: অ্যাবাকাস প্রশিক্ষণের অন্যতম শীর্ষ সংস্থা, এসআইপি অ্যাকাডেমি, কলকাতার বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে…