দুর্ঘটনা ও প্রাণহানি কমাতে পুলিশ পথ নিরাপত্তার ব্যাপারে জোরকদমে প্রচার চালানাের উদ্যোগ নেওয়া হয়েছে মুর্শিদাবাদের ইসলামপুরে। ইসলামপুর থানার ওসি মহঃ খুরসিদ আলমের উদ্যোগে গত রাতে ঘন কুয়াশার মধ্যে দৃশ্যমানতা কমে যাওয়ায় থানা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে লাউড-হেইলারে করে গাড়ি চালকদের সতর্ক করা হয়। একই সাথে চালকদের সুস্থতাও পরীক্ষা করা হয়। রাতভর এই অভিযানে প্রায় ৫ শতাধিক গাড়ি পরীক্ষা-নিরিক্ষা করা হয়েছে।প্রসঙ্গত, মুর্শিদাবাদ জেলায় লাগাতার পথ দুর্ঘটনার জেরে প্রাণহানি বাড়ছে।জেলা পুলিস সূত্রে জানা গিয়েছে, ২০২১সালে মুর্শিদাবাদ জেলা পুলিশের কাছে পথ.দুর্ঘটনার মােট ১১হাজার ৩৮২টি কেস রেজিষ্টার্ড হয়েছে। দুর্ঘটনার জেরে ২৯০জনের মৃত্যু হয়েছে, ২৮৭ জন জখম হয়েছেন। এবছর জানুয়ারি মাসেও জেলায় ৮৮টি দুর্ঘটনা ঘটেছে।
পথ নিরাপত্তার ব্যাপারে জোরকদমে প্রচার চালানাের উদ্যোগ নেওয়া হয়েছে মুর্শিদাবাদের ইসলামপুরে
শুক্রবার,১১/০২/২০২২
637