নদীয়ার কল্যাণী থানার গয়েশপুর পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের সুভাষপল্লীর কাছে আজ নিঃশর্ত জমির দলিলের দাবিতে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো এলাকাবাসী। তাঁদের দাবি, ২৭২ টি পরিবার প্রায় ৪০ থেকে ৫০ বছর বসবাস করছে। অথচ তাঁরা কোনো দলিল পেল না। পাশাপাশি তাদের পাশের পাড়া বিধানপল্লীর ২৮ জন দলিল পেয়েছে। বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও কোন সুরাহা মেলেনি তাই অবশেষে পথ অবরোধে নেমেছেন। যতক্ষণ না উর্দ্ধতন কর্তৃপক্ষ প্রশাসনের আশ্বাস না দেন ততক্ষণ পথ অবরোধ চলবে।
নিঃশর্ত জমির দলিলের দাবিতে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ
শুক্রবার,১১/০২/২০২২
678