রাত পোহালেই হুগলীর চন্দননগর পুরনিগমে ভোট গ্রহণ


শুক্রবার,১১/০২/২০২২
716

রাত পোহালেই হুগলীর চন্দননগর পুরনিগমে ভোট গ্রহণ। চন্দননগর কানাইলাল বিদ্যামন্দিরে আজ সকাল থেকে ডিসিআরসি সেন্টার থেকে ভোটকর্মীদের ভোট গ্রহণ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিলেন। সকাল থেকে কড়া নিরাপত্তা ছিল। এই পুরনিগমে মোট ভোটার রয়েছে ১,৪৪,৮৩৯ জন। যেখান ১১৭জন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তৃণমূল কংগ্রেস,বিজেপি ও বামফ্রন্ট এবং জাতীয় কংগ্রেস দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া রয়েছে তিনজন নির্দল প্রার্থী। এই পুরনিগমের ১৭নং ওয়ার্ডে বিজেপি প্রার্থীর মৃত্যু হওয়ায় ঐ ওয়ার্ডে ভোট হচ্ছে না। আগামীকাল এই পুরনিগমের ৩২ টি ওয়ার্ডে ১৭৩টি বুথে ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে। ভোট গ্রহণ সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে মোতায়েন থাকছে প্রায় সাড়ে সাতশো পুলিশ কর্মী। প্রতিটি বুথে সশস্ত্র পুলিশ কর্মী থাকছে। শহরের চার জায়গায় নাকা চেকিং চলছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট