আজ থেকে শুরু হয়েছে দশদিন ব্যাপী ২৫-তম বঙ্গ সংস্কৃতি উৎসব


শুক্রবার,১১/০২/২০২২
703

নদীয়ার কল্যাণীতে কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের সহযোগিতায় আজ থেকে শুরু হয়েছে দশদিন ব্যাপী ২৫-তম বঙ্গ সংস্কৃতি উৎসব। আসামের শিল্পীদের বিহু পরিবেশনের মাধ্যমে উৎসবের সূচনা হয়। এই উৎসবের উদ্বোধন করেন কলকাতাস্হিত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান।উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ স্বপন দাশগুপ্ত এবং আঞ্চলিক পাসপোর্ট অধিকর্তা উত্তম কুমার বিশ্বাস। এই উপলক্ষে আয়োজিত মেলায় কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের ১৮০টি ছাড়াও মোট ২৫০টি স্টল রয়েছে। আয়োজক সংস্থা কল্যাণী টাউন ক্লাবের সাধারণ সম্পাদক কৌশিক ঘোষ জানান, এবারের মেলার মূল ভাবনা, ভারতের স্বাধীনতার ৭৫ বছর এবং শ্রদ্ধায় ও স্মরণে সুর সম্রাজ্ঞী ভারতরত্ন লতা মঙ্গেশকর। মেলায় আধার কার্ড পরিষেবা ও ভ্যাকসিন শিবিরের আয়োজন করা হয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট