বজ বজ পুরসভা হাজার 19 নম্বর তৃণমূল প্রার্থী লুৎফর হোসেন প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেলেন


বুধবার,০৯/০২/২০২২
834

তৃণমূল প্রার্থী লুৎফর হোসেন বললেন: বিনা প্রতিদ্বন্দ্বিতার নয় বজ বজ পুরসভায় কুড়িটা আসনে বিজেপি বারোটি পৌরসভার প্রার্থী দিতে পারিনি। সিপিএম বলুন কংগ্রেস বলুন বিজেপি বলুন তারা দিতে পারিনি তাদের দায়বদ্ধতা আমাদের তো নয়। বজ বজ পুরসভায় প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন (১ নম্বর ওয়ার্ড) পম্পা ঘোষ । (২ নম্বর ওয়ার্ড ) অভিজিৎ কান্দু (সানি) । (৩ নম্বর ওয়ার্ড) সুনিতা প্রামানিক । (৪ নম্বর ওয়ার্ড) ডলি মন্ডল।( ৬ নম্বর ওয়ার্ড) মোহাম্মদ মনসুর।( ৭ নম্বর ওয়ার্ডের) হাসিবা সাফুই ।( ৯ নম্বর ওয়ার্ড) গৌতম দাস গুপ্ত।( ১২ নম্বর ওয়ার্ডের) মিঠুন ঠিকাদার। (১৫ নম্বর ওয়ার্ডের) অভিষেক সাউ। (১৬ নম্বর ওয়ার্ডের) হিরা রাম। বজ বজ পৌরসভা ১২ ওয়ার্ডে বিরোধীরা প্রার্থী দিতে পারেনি এই কারণেই ১২ ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট