মালদা মেডিকাল কলেজ ও হাসপাতালে কর্তব্যরত এক চিকিৎসককে পুলিশকর্মীর প্রকাশ্যে চড় মারার ঘটনায় জুনিয়র ডাক্তাররা আন্দোলন শুরু করেছেন। ফোনে ডাক পেয়ে সৌভিক সাহা নামে ঐ চিকিৎসক আজ আউটডোর থেকে মেডিকেল কলেজে যাবার সময়, মালদা জেলা সংশোধনাগার থেকে আসামীদের শারীরিক পরীক্ষা করতে আনা পুলিশকর্মী রাম রায় তাঁকে চড় মারেন। বিষয়টি জানাজানি হতেই ক্ষোভে পড়েন অন্য চিকিৎসকরা। অভিযুক্ত পুলিশকর্মীকে ঘিরে শুরু হয় বিক্ষোভ। ইংরেজ বাজার থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হাসপাতালে কর্তব্যরত এক চিকিৎসককে পুলিশকর্মীর প্রকাশ্যে চড়
বুধবার,০৯/০২/২০২২
798