সুফিয়ানকে CBI আপাতত গ্রেফতার করতে পারবে না


বুধবার,০৯/০২/২০২২
548

ভোট পরবর্তী হিংসার একটি ঘটনায় পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস নেত্রী, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ানকে CBI আপাতত গ্রেফতার করতে পারবে না। সুপ্রিম কোর্ট আজ তাঁর আগাম জামিনের আবেদন মঞ্জুর করেছে। ২০২১-এর বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরের দিন নন্দীগ্রামের মহম্মদপুর গ্রাম পঞ্চায়েতের চিল্লগ্রামের বিজেপি কর্মী দেবব্রত মাইতি আক্রান্ত হন। পরে মৃত্যু হয় তাঁর। CBI এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শেখ সুফিয়ানকে তলব করলে তিনি কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানান। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তাঁর আবেদন খারিজ করে দিলে, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। একাধিক শর্তে আজ তাঁর আগাম জামিন মঞ্জুর করে শীর্ষ আদালত।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট