জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গে ভোর থেকে ঝিরিঝিরি বৃষ্টি এবং প্রবল শীতে কাতর সরস্বতীপূজার আগে জেলার মানুষ। তাপমাত্রা ৫ডিগ্রি থেকে ৭ডিগ্রী সেলসিয়াসে ওঠানামা করছে। এরইমধ্যে আগামীকাল সরস্বতী পূজা নাজেহাল আয়োজকরা। বৃষ্টিপাতের ফলে প্রবল শীতে ফুল ও ফলেরদোকানগুলি এবং মৃৎশিল্পীদের বিক্রি খুব কম থাকায় কপালে ভাঁজ। লোকচলাচল প্রায় নেই, রাস্তাঘাট, দোকান-বাজার শুনশান।
উত্তরবঙ্গে ভোর থেকে ঝিরিঝিরি বৃষ্টি
শুক্রবার,০৪/০২/২০২২
1168