দুর্ঘটনার কবলে পড়ে একটি অ্যাম্বুলেন্স এবং একটা চারচাকা গাড়ি


শুক্রবার,০৪/০২/২০২২
961

বর্ধমানের নবাব হাটের কাছে আজ সকালে দুর্ঘটনার কবলে পড়ে একটি অ্যাম্বুলেন্স এবং একটা চারচাকা গাড়ি। স্থানীয়দের তৎপরতায় উদ্ধার হয় রোগীসহ অ্যাম্বুলেন্স ও গাড়ির যাত্রীরা।স্থানীয় সূত্রে জানা গেছে, বর্ধমান বোলপুর জাতীয় সড়ক ধরে রোগী নিয়ে একটি অ্যাম্বুলেন্স বর্ধমানের দিকে আসছিল। নবাবহাটে ১০৮ শিব মন্দিরের কাছে উল্টোদিক থেকে আসা একটি গাড়ি বেপরোয়াভাবে যাওয়ার সময় ডানদিকে চেপে দেওয়ায় অ্যাম্বুলেন্সটি দুর্ঘটনার হাত থেকে বাঁচতে বাঁদিকেসরে যেতেই পুকুরে নেমে যায়। অ্যাম্বুলেন্সটি পুকুরের পাড়ে আটকে গেলেও পিছনে থাকা একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে পুকুরে নেমে যায়। জলে ডুবে যায় গাড়িটি। স্থানীয় বাসিন্দারা জলে নেমে গাড়ির যাত্রীদের উদ্ধার করে। রোগীসহ অ্যাম্বুলেন্সের যাত্রীদেরও তাঁরা উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গেছে চারচাকা গাড়িটিতে চালকসহ চারজন ছিলেন।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট