১০৮ পুরসভার ভোট ২৭ ফেব্রুয়ারি, ঘোষণা কমিশনের


বৃহস্পতিবার,০৩/০২/২০২২
723

রাজ্যের ১০৮টি পুরসভার নির্ঘন্ট প্রকাশ করল রাজ্য নির্বাচন কমিশন। বৃহস্পতিবার এইসব পুরসভার নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি ঘোষণা করা হয়। কলকাতার শিশির মঞ্চে সাংবাদিক বৈঠক করে রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস ঘোষনা করেন, ১০৮টি পুরসভায় আগামী ২৭ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৯ ফেব্রুয়ারি। স্ক্রুটিনি করা হবে ১০ ফেব্রুয়ারি। মনোনয়ন প্রত্যাহার করা যাবে ১২ ফেব্রুয়ারি। তবে এখনও গণনার দিন ঠিক হয়নি। বৃহস্পতিবার থেকেই আদর্শ আচরণবিধি চালু হয়ে যাচ্ছে।
ইভিএমে ভোট হবে। পাশাপাশি কোভিড-বিধি মানার নির্দেশ দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত প্রচারের সময় একই রাখা হয়েছে।
কলকাতা হাই কোর্টের নির্দেশ অনুযায়ী, দক্ষিণ দমদমের ২৯ নম্বর ওয়ার্ডে অসুবিধা রয়েছে নির্বাচনের। তাই সেটি বাদ রেখে নির্বাচন হবে ওই পুরসভায়।
খোলা জায়গায় জনসভায় ২৫০ জনের পরিবর্তে ৫০০ জন করা হচ্ছে। জেলাশাসক এবং পুলিশ সুপার-দের সঙ্গে বৈঠকের পর প্রচারের সময় বাড়ানো হতে পারে বলে রাজ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন।
হাওড়ার ভোট নিয়ে এখনও সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়েও বৈঠক করা হবে। তার পরই কেন্দ্রীয় বাহিনী নিয়ে সিদ্ধান্ত বলেও জানান তিনি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট