খুশির আমেজ পড়ুয়াদের মধ্যে এবং খুশি শিক্ষক-শিক্ষিকারাও তেসরা ফেব্রুয়ারি খুলতে চলেছে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়। দীর্ঘদিন পর গত বছর নভেম্বরে মাস খুলেছিল স্কুল, কলেজ তার পর করোনার ভাইরাসের প্রকোপে ফের বন্ধ হয় স্কুল, কলেজ, আবার দু’দিন পর খুলতে চলেছে এতে খুশির জোয়ার এসেছে পড়ুয়াদের মধ্যে। পড়ুয়ারা জানান, আবার সেই স্কুলে যাওয়া, পড়াশোনা, খেলাধুলা, বন্ধুদের সঙ্গে দেখা হবে। শিক্ষক-শিক্ষিকারাও ব্যস্ত বিদ্যালয়ে পড়াশোনা পরিবেশ ফিরিয়ে আনতে তাই শুরু হয়েছে ক্লাস ঘর ধোয়ামোছা। স্কুল খুললেই সরস্বতীপূজা তাই যুদ্ধস্তরে চলছে স্কুলে স্বচ্ছতার অভিযান।
খুশির আমেজ পড়ুয়াদের মধ্যে এবং খুশি শিক্ষক-শিক্ষিকারাও
মঙ্গলবার,০১/০২/২০২২
750