শ্রম আইন সংশোধন করে রেলওয়ে পণ্য গুদামের শ্রমিকদের অধিকারের জন্য বিশেষ বিধান !


মঙ্গলবার,০১/০২/২০২২
1151

ভারতীয় রেলওয়ে মালগুদাম শ্রমিক সংঘ 1998 সাল থেকে রেলওয়ে পণ্য গুদামে কর্মরত শ্রমিকদের অধিকারের জন্য লড়াই করে আসছে! এর জন্য দুবার ত্রিপক্ষীয় বৈঠকের আয়োজন করা হয়েছিল, 28 অক্টোবর 2003 সালে তৎকালীন শ্রমমন্ত্রী প্রয়াত ড. সাহেব সিং ভার্মা, যাতে ইউনিয়ন সরকারকে প্রস্তাব দেয় যে শ্রম আইন সংশোধন করে রেলওয়ে পণ্য গুদামের শ্রমিকদের অধিকারের জন্য বিশেষ বিধান করতে হবে, এই বৈঠকে প্রথমবারের মতো 4টি মৌলিক প্রয়োজনীয় সুবিধা (পানীয় জল, টয়লেট, বাথরুম এবং রেস্ট হাউস) রেলওয়ে পণ্য গুদামের শ্রমিকদের কাছে পৌঁছে দিয়েছে। দ্বিতীয় ত্রিপাক্ষিক বৈঠক 23 মার্চ 2021 তারিখে, মাননীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী শ্রী সন্তোষ কুমার গাংওয়ার জি-এর সভাপতিত্বে, রেল মন্ত্রক, শ্রম মন্ত্রক এবং শ্রমিক ইউনিয়নের মধ্যে ডাকা হয়েছিল, যেখানে শ্রমিক ইউনিয়নের দ্বারা সংগঠিত হয়েছিল রেলের পণ্য গুদামের শ্রমিকদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য সঙ্ঘ 13 দফা দাবি পেশ করা হয়, শ্রম মন্ত্রণালয় ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে পেশ করা ১৩টি দাবিকে ন্যায্যতা দিয়ে তা অনুমোদন করে এবং রেলওয়ে মন্ত্রকের কাছে শ্রমিক সংগঠন এর দাবি বাস্তবায়নের অনুরোধ জানায়। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে রেলের পণ্য গুদামের শ্রমিকদেরও রেলের অন্য কর্মচারী এর মত সরকারী ভাবে নিবন্ধন করানোর পর ভারত সরকার কর্তৃক জারি করা সমস্ত স্কিম উপলব্ধ করতে হবে।

এই নিবন্ধনের শুভারমম্ভ করেছিলেন মাননীয় আইন ও বিচার প্রতিমন্ত্রী শ্রী এস পি সিং বাঘেল, লোকসভা সাংসদ শ্রী জগদম্বিকা পাল এবং লোকসভা সাংসদ শ্রীমতি অপরাজিতা সারঙ্গী জি দিল্লীতে। এখন ভারতের প্রায় সব রাজ্যেই ই-শ্রম পোর্টালে রেলের পণ্য গুদাম কর্মীদের রেজিস্ট্রেশনের কাজ চলছে ক্যাম্প বসিয়ে। 7/12/2021 তারিখে ভারত সরকারের রেল মন্ত্রক এবং শ্রম মন্ত্রকের সাথে ভারতীয় রেলওয়ে মালগুদাম শ্রমিক সঙ্ঘের ক্রমাগত বৈঠক এবং সংগ্রামের ফলস্বরূপ, শ্রম মন্ত্রক একটি চিঠি জারি করেছে ভারতীয় রেলওয়ে মালগুদাম শ্রমিক সঙ্ঘের ন্যাশনাল ইনচার্জ শ্রী মনোরঞ্জন কুমার জানান যে রেলের গুদামের কর্মীদের জন্য একটি বিশেষ কোড জারি করা হয়েছে যাতে তাদের রেলওয়ের মাল গুদামের কর্মচারী হিসাবে চিহ্নিত করা যায়,কেন্দ্রীয় শ্রম মন্ত্রক এই কাজটি করেছে। ভারতীয় রেলওয়ে মালগুদাম শ্রমিক সঙ্ঘের নেতৃত্বে, শ্রম মন্ত্রক 20 ডিসেম্বর 2021-এ রেল মন্ত্রকের চেয়ারম্যানের কাছে একটি চিঠি জারি করেন যাতে রেল স্টেশন চত্বর গুলিতে একটি শিবির স্থাপন করে সংঘের আধিকারিকদের রেলওয়ের পক্ষ থেকে নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করার মাধ্যমে যত দ্রুত সম্ভব শ্রমিকদের সরকারি নিবন্ধন সম্পন্ন করা যায়! রেলওয়ে গুদামের শ্রমিকদের নিবন্ধন সম্পন্ন হওয়ার পর রেলওয়ের গুদামঘরের শ্রমিকদের সঠিক মজুরি হার ও বেতন স্কেল সুনিশ্চিত করতে রেলপথ মন্ত্রণালয় এবং শ্রম মন্ত্রণালয় এর সঙ্গে সঙ্ঘ আধিকারিকগণ বৈঠক করে শ্রমিকদের ডাটাবেজ উপস্থাপন এর মাধ্যমে শ্রমিক দের ভবিষ্যৎ সুনিশ্চিত হবে!সংগঠনটি 23 বছরের ত্যাগ-তপস্যা এবং সাফল্য যা এই বছরগুলিতে ভারত সরকারের সাথে নিরন্তর আলাপ-আলোচনার ফলে অর্জিত হয়েছিল, বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান সময়ে, আমাদের সংগঠনটির মত একই নাম রেখে, Bhartiya রেলওয়ে মালগুদাম শ্রমিক সংঘের সাফল্যকে তাদের নিজেদের সাফল্য বলে উল্লেখ করে শ্রমিকদের বিভ্রান্ত করার জন্য কাজ করছে, তাই সংগঠনের সকল সদস্য ও শ্রমিক সঙ্গীদের অবগত করা যাচ্ছে যে, এই ধরনের তথাকথিত ভুয়া সংগঠন থেকে সাবধান থাকুন। আজ Garia babumoshai banquet hall এ এই প্রোগ্রাম এ উপস্থিত ছিলেন সংগঠনের জাতীয় In-charge কুমার মনোরঞ্জন জী, সংগঠনের অন্যান্য আধিকারিক দের মধ্যে উপস্থিত ছিলেন কাশীনাথ গায়েন ও শানু কর্মকার ও অন্যান্য বিশিষ্ট অধিকারীকগণ!

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট