মাস্টারবুক ইলেভেন স্বপ্নের উড়ানে নদিয়ার সুপ্রিয়


মঙ্গলবার,০১/০২/২০২২
1030

এ যেন সত্যিই স্বপ্নের উড়ান। বাঙালির উদ্যোগ আজ স্বপ্নশিখরে। প্রত্যন্ত জেলা থেকে বিশ্ব জয়ের লক্ষ্যে পথ চলা। নদিয়ার রানাঘেটের যুবক সুপ্রিয় বিশ্বাসের হাত ধরে বাঙালি আজ বিশ্ব জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে। কত সহজে এই স্বপ্ন সফল করা যায় তা করে দেখিয়েছেন রানাঘাটের এই যুবক। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের হাত থেকে আগেই পেয়েছিলেন সেরার সেরা সম্মান। সোমবার সন্ধ্যায় কলকাতার একটি পাঁচতারা হোটেলে আবারও সম্মানিত হলেন এই প্রতিভাবান উদ্যোগপতি। একটি সর্বভারতীয় বাংলা বৈদ্যুতিন মাধ্যমের বছরের সেরা উদ্যোগপতিদের মধ্যে জায়গা করে নিয়েছিলেন তিনিও। বন্ধন ব্যাংকের প্রতিষ্ঠাতা চন্দ্রশেখর ঘোষ, ইমামি গ্রুপের ডিরেক্টর আদিত্য আগরওয়াল, বার্জার পেইনটস ইন্ডিয়া লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অভিজিত রায়, আমুল গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এম এস সোধি, অম্বুজা নেউটিয়া গ্রুপের চেয়ারম্যান হর্ষবর্ধন নেউটিয়ার সঙ্গে একই মঞ্চে ছিলেন রানাঘাটের উদীয়মান যুবক মাস্টারবুক ইলেভেনের ডিরেক্টর সুপ্রিয় বিশ্বাসও। মঞ্চে ছিলেন বিশিষ্ট অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, বিশিষ্ট চিত্রপরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায়, বিশিষ্ট চিকিৎসক ডাঃ কুনাল সরকার, হিডকোর চেয়ারম্যান দেবাশীষ সেন প্রমু্খ। ডাক্তার কুনাল সরকারের মুখোমুখি বসে সুপ্রিয় বিশ্বাস বুঝিয়ে দিয়েছেন তার আগামী দিনের ভাবনা। তাঁর স্বপ্নের উড়ানে ভর করে বাড়বে কর্মসংস্থান।

সুপ্রিয়র এই সম্মানে গর্বিত গোটা নদিয়াবাসী। দেশের গেমিং প্লাটফর্ম থেকে বাঙালি উদ্যোগপতির সম্মান পেলেন মাস্টারবুক ইলেভেন গেমিং অ্যপ এর ডিরেক্টর সুপ্রিয় বিশ্বাস। এদিন সুপ্রিয় বিশ্বাসের সম্মানিত হওয়ার অনন্য মুহূর্তের সাক্ষী ছিলেন তাঁর স্ত্রী তথা সংস্থার ডিরেক্টর মৌমিতা বিশ্বাস সহ সুপ্রিয়র শুভাকাঙ্খীরা। নতুন প্রযুক্তি ও অ্যন্ডরয়েডের যুগে বিরাট কর্মসংস্থান তৈরির লক্ষেই এগিয়ে চলেছে মাস্টারবুক ইলেভেন গেমিং অ্যপ। এমনাটাই জানালেন মাস্টারবুক ইলেভেনের সিইও সুপ্রিয়বাবু। তাঁর হাত ধরে বাংলা আবারও এক জয়ের স্বাক্ষী। সুপ্রিয়র এই সাফল্যে আজ গর্বিত নদিয়ার মানুষ। বাঙালি যে সর্বক্ষেত্রে নতুন পথের সন্ধান দেয় সুপ্রিয়র এই সম্মান তারই প্রমাণ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট