বিশ্ব ব্যাংক এরাজ্যের সামাজিক সুরক্ষা ভাতা প্রকল্পগুলিকে মান্যতা দিয়েছে। এই প্রকল্পগুলি যাতে মসৃণ ভাবে রূপায়িত করা যায়, সে কথা মাথায় রেখে ব্যাঙ্কের তরফে ১০০০ কোটি টাকা ঋণ অনুমোদন করা হয়েছে। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর মমতা ব্যানার্জীর পরিকল্পনায় সমাজের দুর্বল শ্রেণীর সাহায্যের জন্য প্রায় ৪০০ টি প্রকল্প চলেছে। এই প্রকল্পগুলি চালাতে যাতে কোনোও সমস্যা না হয়, সেই কারণেই বিশ্ব ব্যাংকের এই ঋণ। দুয়ারে সরকারের মাধ্যমে ভাতা প্রাপকদের দ্রুত চিহ্নিত করে সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় আনা হচ্ছে। বিশ্ব ব্যাংক সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় শুধু সামাজিক প্রকল্প-ই নয়, টেলি মেডিসিন পদ্ধতিতে চিকিৎসা ব্যবস্থারও উন্নতি করা যাবে বলে আশা করা হচ্ছে।
বিশ্ব ব্যাংক এরাজ্যের সামাজিক সুরক্ষা ভাতা প্রকল্পগুলিকে মান্যতা
রবিবার,২৩/০১/২০২২
923