সোমবার উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই হাল্কা থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা


রবিবার,২৩/০১/২০২২
1040

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কলকাতা সহ রাজ্যের প্রায় সর্বত্রই আজ সকাল থেকে আকাশ মেঘলা। দফায় দফায় বৃষ্টিও হচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আগামীকাল ও সোমবারও উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই হাল্কা থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম ও পশ্চিম বর্ধমান এবং উত্তরবঙ্গে কয়েকটি জেলায় শিলাবৃষ্টিও হতে পারে। মঙ্গলবার ২৫ তারিখ থেকে রাজ্যের অন্যত্র বৃষ্টি কমলেও কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হাল্কা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ২৬ তারিখেও আবহাওয়া মূলত শুকনো থাকলেও পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগণার উপকূলবর্তী এই দুই জেলায় ঝিরঝিরে বৃষ্টি হতে পারে।বৃষ্টির জেরে ২৬ তারিখ পর্যন্ত রাতের তাপমাত্রা খুব একটা হেরফের না হলেও কমতে পারে দিনের তাপমাত্রা। তবে ২৬ এর পর রাতের তাপমাত্রা আবারও কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তিন ডিগ্রি ওপরে ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও সর্বোচ্চ তাপমাত্রা এক ডিগ্রি কমে দাঁড়িয়েছে ২৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ০ দশমিক ৯ মিলিমিটার।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট