নেতাজির জন্ম দিবস কে কেন্দ্রীয় সরকারের অতি দ্রুত জাতীয় ছুটি ঘোষণা করা উচিত: অতীন ঘোষ


রবিবার,২৩/০১/২০২২
944

নেতাজির জন্ম দিবস কে কেন্দ্রীয় সরকারের অতি দ্রুত জাতীয় ছুটি ঘোষণা করা উচিত। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজির কর্ম জীবন, দেশের স্বাধীনতা আন্দোলনে তার ভূমিকা, তাঁর আদর্শ মিনি তিনি তার পথ চলা শুরু করেছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দাবি যথার্থ। সারাদেশের মানুষ নেতাজি সুভাষচন্দ্র বোস কে সম্মান করেন তার প্রতি দেশের মানুষের আবেগ রয়েছে। তাই অতি শীঘ্রই নেতাজির জন্ম দিবস কে জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করার দাবি কে যথার্থ বলে বর্ণনা করলেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ। এদিন শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে নেতাজির মূর্তি তে শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় সরকারের ভূমিকা কে সমালোচনা করলেন অতীন বাবু। পাশাপাশি রাজ্য সরকারকে বিশ্বব্যাংকের ঋণ দেওয়ার প্রসঙ্গ টেনে দিলীপ ঘোষ রাজ্য সরকারের এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমালোচনা করেছেন তার জবাবে তিনি বলেন,,, দিলীপ ঘোষ কত বড় পন্ডিত যে তিনি বিশ্বব্যাংকের কর্মপদ্ধতি নিয়ে কথা বলেন। রাজ্য সরকার বিগত দিন থেকে এখনো পর্যন্ত যে কাজ করে চলেছে সেই কাজের ভিত্তিতেই বিশ্ব ব্যাংক রাজ্য সরকারের পাশে দাঁড়িয়েছে। আসলে দিলীপ ঘোষ আরএসএস বোঝেন অর্থনীতি প্রশাসন চালানো উন্নয়ন করার বিষয়টি উনি বুঝেন না জানেন না তাই এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেন।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট