পচনশীল পণ্য সামগ্রী পরিবহনে কৃষকদের সাহায্যের উদ্দেশে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে কিষাণ রেল পরিষেবা অব্যাহত রাখছে। আলু পরিবহনের জন্য এরাজ্যের ধুপগুড়ি ও ফালাকাটা থেকে ত্রিপুরার আগরতলা পর্যন্ত কিষাণ রেল চালানো হবে বলে NF Rail সূত্রের খবর। ইতিমধ্যে ধুপগুড়ি থেকে তিনটি ট্রিপ চালানো হয়েছে। আরো তিন ট্রিপ ২৪, ২৭, ও ৩০ জানুয়ারি এবং ফালাকাটা থেকে ২৪ ও ৩১ জানুয়ারি ৭, ১৪, ২১ ও ২৮ ফেব্রুয়ারি চালানো হবে বলে রেল সূত্রের খবর। লোডিং আন-লোডিং এর জন্য ধুপগুড়ি – আগরতলা ট্রেন টি ফালাকাটা, নিউ কোচবিহার, নিউ বঙ্গাইগাও, গৌহাটি ও ভাঙ্গা স্টেশনে এবং ফালাকাটা – আগরতলা কিষাণ রেল নিউ কোচবিহার, নিউ বঙ্গাইগাও গৌহাটি ও ভাঙ্গা স্টেশনে থামবে বলে রেল সূত্রের খবর।
উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে কিষাণ রেল পরিষেবা অব্যাহত
শনিবার,২২/০১/২০২২
337