প্রেমিককে চারতলা থেকে ঠেলে ফেলে খুনের অভিযোগে প্রেমিকাকে নিয়ে ড্যামি


শুক্রবার,২১/০১/২০২২
6434

উলুবেড়িয়া: প্রেমিককে চারতলা থেকে ঠেলে ফেলে খুনের অভিযোগে প্রেমিকাকে নিয়ে ড্যামি তৈরি করে ঘটনার পুনঃনির্মাণ করল হাওড়া গ্রামীণ জেলা পুলিশ। শুক্রবার উলুবেড়িয়ার SDPO রাঘব এস ও বাউড়িয়া থানার ওসি সুমন্ত দাস ধৃত প্রেমিকা কেয়া সরকার ওরফে মিস টিনাকে নিয়ে বাউড়িয়া বুড়িখালিতে যান।ধৃত প্রেমিকা কেয়া সরকার কিভাবে চারতলা থেকে ঠেলে ফেলে দেয় সকলের সামনে অভিনয় করে দেখায়।প্রসঙ্গত বিবাহ বহির্ভূত সম্পর্কের জের গত বুধবার রাতে প্রেমিককে চারতলা থেকে ঠেলে ফেলে খুনের অভিযোগ উঠে বার ডান্সার প্রেমিকার বিরুদ্ধে । মৃতের নাম শশীকান্ত মালিক (৩২) । শশীকান্তের স্ত্রী মামনি মালিকের অভিযোগের ভিত্তিতে বাউড়িয়া থানার পুলিশ অভিযুক্ত বার ড্যান্সার কেয়া সরকার ওরফে মিস টিনাকে গ্রেপ্তার করেছে। কেন এমন ঘটনা ঘটালো প্রেমিকা এর পিছনে কি অন্য কোনো কারণ আছে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট