আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে শুরু হবে বৃষ্টি


শুক্রবার,২১/০১/২০২২
1213

আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে শুরু হবে বৃষ্টি। বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, নদিয়া ,মুর্শিদাবাদ, কলকাতাতে দু-এক জায়গায় আগামীকাল হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা । ২২ তারিখ থেকে ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনায় দু’এক জায়গায় হালকা বৃষ্টি চলবে। ২৩ থেকে ২৪ তারিখ দক্ষিণবঙ্গের সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ এর সম্ভাবনা আছে। 23 তারিখ নদীয়া, মুর্শিদাবাদ ,বীরভূম, পশ্চিম বর্ধমানের দু-এক জায়গায় শিলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা। ২৫ তারিখ কলকাতা ,হাওড়া, পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টি হবে। বাকি জায়গায় আংশিক মেঘলা আকাশ। ২৬ তারিখ থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে ।আগামী তিন দিনের রাতের তাপমাত্রা থেকে ৩ ডিগ্রি বেড়ে যাবে । ২৬ তারিখ থেকে আবার রাতের তাপমাত্রা কমতে শুরু করবে ।উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী ২৪ ঘণ্টায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। পাঁচটা জেলাতে দার্জিলিং, জলপাইগুড়ি, ও আলিপুরদুয়ারে এবং কোচবিহারে একটু বৃষ্টি বেশি হবে। ২২ তারিখে উত্তরবঙ্গের জেলাগুলির দুই এক জায়গায় শিলা বৃষ্টি হতে পারে ।দার্জিলিঙে আগামী কয়েকদিন তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাতের প্রভাবে আবারো চাষীদের ফসলের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে । উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় ধস নামার সম্ভাবনা রয়েছে।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট