ডেপুটি মেয়র অতীন ঘোষ গতকাল কলকাতা পুরসভার সিদ্ধান্তের কথা জানান। আজ সেই নির্দেশ মেনে ওয়ার্ডে ওয়ার্ডে শুরু হলো কোভিড সচেতনতা প্রচার। বাজারের কিট কিনে বাড়িতে পরীক্ষা করলেও পজিটিভ হলে অবশ্যই পুরসভার স্বাস্থ্যকেন্দ্রে যান। পুরসভার কাছে তথ্য না থাকলে আপনি পরিষেবা থেকে বঞ্চিত হবেন। শরীর অসুস্থ হলে হাসপাতালে ভর্তির ক্ষেত্রে ও পজেটিভ রিপোর্ট হাতে না থাকলে সমস্যায় পড়বেন। এই মর্মে প্রচার কলকাতা পুরসভার তিন নম্বর বরোতে।
য়ার্ডে ওয়ার্ডে শুরু হলো কোভিড সচেতনতা প্রচার
শুক্রবার,২১/০১/২০২২
1317