বিভিন্ন বিভাগ নিয়ে বৈঠক করা হচ্ছে। যে জমি কোনো মালিক না থাকলে সেই জমি পুরসভার হয়ে যাবে। সার্ভে রিপোর্ট এর জন্য অনেক কাজ পড়ে থাকে। তাই এবার থেকে সার্ভে রিপোর্ট দরকার কি না আধিকারিক দের দায়িত্ব দেওয়া হবে। বিল্ডিংয়ের ক্ষেত্রে অ্যাসেসমেন্ট দেখে নেওয়া হবে। কলকাতার কোনো জমি অ্যাসেসমেন্ট ছাড়া থাকবে না। সব জমি অ্যাসেম্বেট হবে। অনলাইনে অ্যাসেসমেন্ট উপরে জোর দেওয়া হবে। কোনো কাগজে কাজ আর হবে না। সব কাজ অনলাইন হবে। আর মানুষ কে লাইনে দাড়াতে হবে না বাড়িতে বসে ফোন বা কম্পিউটারে তারা অ্যাসেসমেন্ট অর্থ জমা দিয়ে দিতে পারবে।
তিনটে নোটিশ দেওয়া হবে যার মালিক না হলে সেটা কলকাতা পুরসভা নিয়ে নেবে। এই ধরনের অনেক বড় বাড়ি আছে যারা দীর্ঘ দিন ধরে সম্পত্তি কর দিচ্ছে না। তাদের ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করা হবে। সবচেয়ে কম বাচ্চা দের ভ্যাকসিন বাংলায় হচ্ছে। যেহুতু এখানে স্কুল বন্ধ ছিল। সেটা হতে পারে। কিন্তু আমরা চেষ্টা করেছি। প্রচার করা হয়েছে , মাইকিং করা হয়েছে। সেলফ অ্যাসেসমেন্ট ক্ষেত্রে নিজেই অ্যাসেসমেন্ট করতে পারবে সাধারণ মানুষ। এবার থেকে সেলফ ডিক্লারিয়েশন অ্যাসেসমেন্ট পাওয়া যাবে অনলাইন। আজকে ১০৯ নম্বর ওয়ার্ডের মেয়রের অনুষ্ঠানে বোরো চেয়ারম্যান সুশান্ত ঘোষ কে ডাকা হয়নি বলে সে অভিযোগ করেছেন। তার পাল্টা মেয়র জানিয়েছেন যে এই বিষয়ে আমার জানা নেই। তবে তিনি এই কাজে উৎসাহ দেখাননি । তাই হয় তো তাকে ডাকা হল না।
কলকাতার কোনো জমি অ্যাসেসমেন্ট ছাড়া থাকবে না
বৃহস্পতিবার,২০/০১/২০২২
1372