কোয়ার্টার ফাইনালে ভারত


বৃহস্পতিবার,২০/০১/২০২২
668

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে পৌঁছাল ভারত। পরপর দুই ম্যাচে জয়। কোভিডে আক্রান্ত দলের অধিনায়ক ও সহঅধিনায়ক। ভাঙা দল নিয়েও আয়ারল্যান্ডকে ১৭৪ রানের বিরাট ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালের যোগ্যতা অর্জন করে ভারতের জুনিয়ররা।
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে উঠল ভারত। আয়ারল্যান্ডকে ১৭৪ রানের বিরাট ব্যবধানে পরাজিত করে ভারতীয় দল। প্রথমে ব্যাট করে ভারত ৫ উইকেট হারিয়ে ৩০৭ রান তোলে। ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি আয়ারল্যান্ডের ব্যাটসম্যানরা। মাত্র ১৩৩ রানে শেষ হয়ে যায় তাদের ইনিংস। ব্যাট ও বলে ভারতের দাপুটে পারফরম্যান্সের সামনে অসহায় দেখায় প্রতিপক্ষকে। এই নিয়ে বিশ্বকাপে টানা দু’ ম্যাচে জিতল অনূর্ধ্ব ১৯ দল। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৪৫ রানে হারিয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে ১৭৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দিল। আর এই দুই জযের ফলে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ভারত। টসে জিতে আয়ারল্যান্ড ব্যাট করতে পাঠায় ভারতকে। সুযোগ নষ্ট করেননি ভারতীয় ব্যাটসম্যানরা। ৫ উইকেটে ৩০৭ রানের বিরাট ইনিংস গড়তে সক্ষম হয়। ওপেনার হরনুর ৮৮ ও অঙ্গকৃশ ৭৯ রান করেন। তিন নম্বরে নেমে রাজ বাওয়া করেন ৪২ রান। অধিনায়ক যশ ধূল করোনায় আক্রান্ত হওয়ায় দলকে নেতৃত্ব দেন নিশান্ত সিন্ধু। তিনি করেন ৩৬ রান। ৩৯ রানে অপরাজিত থেকে যান রাজবর্ধন সুহাস হঙ্গারগেকর।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট