ন্যায্যমূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করা যাবে না এমনকি সারের সঙ্গে অন্য কিছু কিনতেও কৃষকদের বাধ্য করা যাবে না বলে রাজ্য সরকার স্পষ্ট জানিয়েছে। গতকাল সার উৎপাদক সংস্থাগুলির সঙ্গে ভার্চুয়াল বৈঠকে রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় একথা জানিয়েছেন। এই নির্দেশ যথাযথভাবে মেনে চলা হচ্ছে কিনা, জেলা শাসকদের তা দেখার দায়িত্ব দেওয়া হয়েছে। প্রয়োজনে লাইসেন্স বাতিল করা হবে বলেও কৃষিমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন। বেশি দামে সার বিক্রির অভিযোগের ভিত্তিতে গতকালের এই বৈঠক বলে জানা গেছে। কৃষকরা যাতে কৃষিকাজের জন্য সহজে যন্ত্রপাতি ভাড়া নিতে পারেন সেজন্য প্রতিটি ব্লকে ‘কাস্টম হায়ারিং সেন্টার’ গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে কৃষি দপ্তর। চলতি বছরের মার্চের মধ্যে এধরণের ১৪৫টি সেন্টার তৈরি করা হবে। ১৪৫টি নতুন সেন্টার তৈরি করতে ১২০ কোটি টাকা বরাদ্দ করেছে কৃষি দপ্তর।
ন্যায্যমূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করা যাবে না
বৃহস্পতিবার,২০/০১/২০২২
2196