রাজ্যে ফের কিছুটা বেড়েছে দৈনিক করোনা সংক্রমণ। স্বাস্থ্য দপ্তরের গতসন্ধ্যার বুলেটিন অনুযায়ী, ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৪৪৭ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ৩৮ জন রোগীর। সুস্থ হয়েছেন ১৫ হাজার ৪১৮ জন। রাজ্যে সংক্রমণের হার দাঁড়াল ১৬.৯৮ শতাংশ। কলকাতায় ২ হাজার ১৫৪ জন, উত্তর ২৪ পরগনায় ১ হাজার ৭৯৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতায় সংক্রমণের হার কমে হয়েছে ২১.৬৭ শতাংশ। যে নয় জেলায় সংক্রমণের হার কলকাতার চেয়ে বেশি, তার মধ্যে রয়েছে- বীরভূম, দার্জিলিং, হাওড়া, জলপাইগুড়ি, মালদহ, নদীয়া, পূর্ব-বর্ধমান, পুরুলিয়া ও উত্তর দিনাজপুর। এই জেলাগুলির মধ্যে বীরভূম ও পূর্ব বর্ধমানে সংক্রমণের হার ২৫ শতাংশের বেশি।
এদিকে, গতকাল রাজ্যে প্রায় ৫ লক্ষ ৭৬ হাজার ৮৪৪ ডোজ কোভিড টিকা দেওয়া হয়েছে। সব মিলিয়ে রাজ্যে ১১ কোটি ৬২ লক্ষ ৫৬ হাজারের বেশী টিকার ডোজ দেওয়া হল বলে স্বাস্থ্য অধিকর্তা ডঃ অজয় চক্রবর্তী জানিয়েছেন। ১৫ থেকে ১৮ বছর বয়সীদের এপর্যন্ত ৭২ হাজার ৪৭১ ডোজ টিকা দেওয়া হয়েছে। ষাটোর্ধ্ব এবং ডাক্তার, স্বাস্থ্যকর্মী ও প্রথম সারির করোনা যোদ্ধারা নিয়েছেন ৫১ হাজার ৩১৭ ডোজ বুস্টার ডোজ।
রাজ্যে ফের কিছুটা বেড়েছে দৈনিক করোনা সংক্রমণ
বৃহস্পতিবার,২০/০১/২০২২
581