রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ এবং সংক্রমণ হার অনেকটাই কমেছে। তবে, নমুনা পরীক্ষাও হয়েছে অনেক কম- ৩৫ হাজার ৫১৫। রাজ্য স্বাস্হ্য দফতরের গতসন্ধ্যার বুলেটিন অনুযায়ী, ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন- ৯ হাজার ৩৮৫ । আগের দিন এই সংখ্যা ছিল- ১৪ হাজার ৯৩৮ । সুস্হ হয়েছেন ১১ হাজার ১৩২ জন। সংক্রমণ হার কমে হয়েছে- ২৬ দশমিক ৪/৩ শতাংশ। অন্যদিকে, আরোগ্যের হার কিছুটা বেড়ে হয়েছে- ৯০ দশমিক ৬/৩ শতাংশ। এই একদিনে মৃত্যুর সংখ্যাও কিছুটা কমে হয়েছে-৩৩ । আগের দিন মৃতের সংখ্যা ছিল- ৩৬। কলকাতায় এই সময় ১ হাজার ৮৭৯, উত্তর ২৪ পরগনায় এক হাজার ৮৬৩, হুগলীতে ৫৫২, হাওড়ায় ৪৭৯ জন এবং দক্ষিণ ২৪ পরগনায় ৪০৩ জন নতুন করে আক্রান্ত হয়েছেন।
রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ হার অনেকটাই কমেছে
মঙ্গলবার,১৮/০১/২০২২
636