সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে রাজ্যের ট্যাবলো বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন। ওই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্যও তিনি প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানান। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রী বলেন, নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তাঁকে শ্রদ্ধা জানাতে নেতাজি ও আইএনএ নিয়ে প্রস্তাবিত ট্যাবলো তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কেন্দ্রের এই সিদ্ধান্তে তিনি হতবাক এবং ব্যথিত বলেও চিঠিতে উল্লেখ করেন।
